অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান শাসিত আফগানিস্তানে সাংবাদিকতা ‘ধ্বংস’ হয়ে গিয়েছে: জরিপ


আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এর এক সংবাদ সম্মেলন উপস্থিত আফগান সংবাদকর্মীরা, ১৩ ফেব্রুয়ারি ২০২২।

এক জরিপে দেখা গিয়েছে যে, এক বছর আগে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনর্জনের পর থেকে, দেশটিতে ৬০ শতাংশ সাংবাদিক হ্রাস পেয়েছে, বিশেষ করে নারী সাংবাদিক, এবং দেশটির ৪০ শতাংশ জাতীয় গণমাধ্যম সংস্থা বন্ধ হয়ে গিয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত এক জরিপ অনুযায়ী, “এক গভীর অর্থনৈতিক সংকট ও গণমাধ্যমের স্বাধীনতার উপর দমনের মধ্যেই এসবকিছু ঘটেছে।” সংস্থাটি একটি বৈশ্বিক গণমাধ্যম নজরদারি গোষ্ঠী, যারা তাদের ফরাসি সংক্ষিপ্ত নাম, আরএসএফ হিসেবে পরিচিত।

এই মৌলবাদী ইসলামিক গোষ্ঠীর আফগানিস্তানের ক্ষমতায় আসার এক বছর পূর্তি উপলক্ষ্যে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এই দরিদ্র, যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে, ১৫ আগস্ট ২০২১ এর আগে বিদ্যমান ৫৪৭টি গণমাধ্যম সংস্থার মধ্যে ২১৯টি বন্ধ হয়ে গিয়েছে বলে, আরএসএফ জানায়। ঐ দিন তালিবান আফগানিস্তানের রাজধানী দখল করে নিয়েছিল এবং পরবর্তীতে তারা শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত এক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে। তবে, আরএসএফ এও উল্লেখ করে যে, এই সময়ের মধ্যে নতুন চারটি গণমাধ্যম সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।

তালিবান ক্ষমতা দখলের আগে গণনা করা ১১,৮৫৭ জন সংবাদকর্মীর মধ্যে ৭,০৯৮ জন আর আফগানিস্তানে কাজ করছেন না। কাজ বন্ধ করে দেওয়া সংবাদকর্মীদের মধ্যে ৫৫ শতাংশই পুরুষ।

জরিপে উল্লেখ করা হয় যে, “আফগানিস্তানের সাংবাদিকতার এই হত্যাকাণ্ডে” নারীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭৬ শতাংশেরও বেশি নারী নিজেদের চাকরি হারিয়েছেন এবং দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১১টি প্রদেশে গণমাধ্যমের ক্ষেত্র থেকে নারীরা পুরোপুরি উধাও হয়ে গিয়েছেন।

আরএসএফ মহাসচিব, ক্রিস্টোফ ডেলোয়ের বলেন, “বিগত এক বছরে আফগানিস্তানে সাংবাদিকতা ধ্বংস হয়ে গিয়েছে।”

তিনি দুঃখ করে বলেন, “গণমাধ্যম ও সংবাদকর্মীরা অন্যায় বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং দমন ও নিপীড়নের পথ খুলে দেয়।”

ডেলোয়ের তালিবানের প্রতি আবেদন করেন যেন তারা গণমাধ্যম কর্মীদের উপর সহিংসতা ও তাদের বিরুদ্ধে হয়রানির অবসান করে। তিনি আরও বলেন যে, তালিবানের অবশ্যই তাদেরকে উত্যক্ত না করে নিজেদের কাজ করতে দিতে হবে।


XS
SM
MD
LG