অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরে গীর্জায় আগুন: অন্তত ৪১ জন নিহত, আহত ৪৫ জন


মিসরের গিজায় অবস্থিত আবু সিফিন গীর্জায় মারাত্মক এক অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। ১৪ আগস্ট, ২০২২।
মিসরের গিজায় অবস্থিত আবু সিফিন গীর্জায় মারাত্মক এক অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। ১৪ আগস্ট, ২০২২।

মিসরের একটি গিজায় অবস্থিত এক গীর্জায় রবিবার আগুন লাগলে, তাতে অন্তত ৪১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে, দেশটির কর্মকর্তারা জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইমবাবা শহরতলীতে অবস্থিত কপটিক আবু সিফিন গীর্জায় যখন আগুন লাগে, তখন গীর্জার ভেতরে পাঁচ হাজার উপাসনাকারী অবস্থান করছিলেন।

রয়টার্স জানিয়েছে যে সেখানে পদদলিত হওয়ার ঘটনা ঘটে এবং নিহতদের বেশিরভাগই শিশু।

XS
SM
MD
LG