অ্যাকসেসিবিলিটি লিংক

পেলোসির সফরের ১২ দিন পর যুক্তরাষ্ট্রের আরও আইনপ্রণেতাদের তাইওয়ান সফর


তাইওয়ানের তাইপেইয়ের সঙশান বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল ছবি তোলার জন্য দাঁড়ান। রবিবার, ১৪ই আগস্ট, ২০২২।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের মাত্র ১২ দিন পর, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছে, যা চীনকে ক্ষুব্ধ করেছে। পেলোসির ঐ সফরের প্রতিক্রিয়ায়, চীন তাইওয়ানের চারপাশের সমুদ্র ও আকাশে ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠায়।

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সিনেটর এড মার্কি। রবিবার ও সোমবার তিনি এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ানে অবস্থান করবেন বলে জানিয়েছে তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউট। প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে সেখানকার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

তাইওয়ানের একটি সম্প্রচারকেন্দ্র, সন্ধ্যা ৭টার দিকে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের সঙশান বিমানবন্দরে যুক্তরাষ্ট্র সরকারের একটি উড়োজাহাজের অবতরণের ভিডিও প্রদর্শন করে।

চীন স্বায়িত্বশাসিত তাইওয়ানকে তাদের নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এবং বিদেশী সরকারগুলোর সাথে কোনও ধরনের যোগাযোগ করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে।

XS
SM
MD
LG