অ্যাকসেসিবিলিটি লিংক

পুরাতন ঢাকায় অগ্নিকাণ্ড: মামলা দায়ের, রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার


ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকার পুরাতন এলাকা, চকবাজারের কামালবাগে সোমবার (১৫ আগস্ট) ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর ঘটনায়, ‘বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সরকার জানান, “মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডে নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী সোমবার রাতে চকবাজার থানায় রেস্তোরাঁর মালিক ও ভবন মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর তাকে গ্রেপ্তার করা হলো।”

“ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার লক্ষ্যে, নিহতদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে;” জানান ঐ পুলিশ কর্মকর্তা জানান।

উল্লেখ্য, সোমবার চকবাজারের কামালবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। নিহতরা সবাই আগুন লাগা চারতলা ভবনের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁর কর্মচারী।

XS
SM
MD
LG