অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার উত্তরায় গার্ডার দুর্ঘটনা: তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেটকার
গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেটকার

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায়, বিআরটি গার্ডার দুর্ঘটনার তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার (১৬ আগস্ট) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়, সভাপতিত্ব কালে এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই দুর্ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বিস্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, “প্রকল্প পরিচালক, ঠিকাদার এবং সংশ্লিষ্টরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে কীভাবে এটি করলেন। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।”

সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে গেলে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়।

XS
SM
MD
LG