অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:24 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার যুগান্তকারী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন। বড় সংস্থাগুলির উপরে নতুন কর আরোপ এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার Internal Revenue Service ধনী ব্যক্তি ও কর্পোরেশনগুলোর উপরে জোর গ্রহণের মাধ্যমে এই ৪৩ হাজার কোটি ডলার আয় হয়েছে।

যুক্তরাষ্ট্রের গৃহনির্মাণ জুলাই মাসে গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে, যার ফলে ব্যাপক অর্থনৈতিক মন্দার আশঙ্কা আবার ভীতির সঞ্চার করছে। গৃহঋণের সুদের হার বেড়ে যাওয়া এবং (গৃহ) নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্যের কারণে বাড়ি নির্মান হ্রাস পেয়েছে।

নাসার চাঁদে যাবার রকেট, আর্টেমিস 1-কে নির্ধারিত মিশনের আগে মঙ্গলবার রাতে একটি বিশাল আকৃতির যানে ধীরে ধীরে লঞ্চপ্যাডে নিয়ে যাওয়া হয়। ২৯ আগস্ট মানব-বিহীন ৯৮ মিটার দীর্ঘ এই রকেটটির তার প্রথম মিশনে মহাকাশ পাড়ি দেওয়ার কথা রয়েছে।

XS
SM
MD
LG