অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে বিস্ফোরণঃ বেসামরিক নাগরিকদের রুশ অস্ত্র-ডিপো এড়ানোর আহ্বান


ক্রাইমিয়ার মায়স্কয় গ্রামের কাছে রুশ সেনাবাহিনীর গোলাবারুদ স্টোরে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উড়ছে। ১৬ আগস্ট, ২০২২।
ক্রাইমিয়ার মায়স্কয় গ্রামের কাছে রুশ সেনাবাহিনীর গোলাবারুদ স্টোরে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উড়ছে। ১৬ আগস্ট, ২০২২।

রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপে একটি সামরিক ডিপোতে ব্যাপক বিস্ফোরণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে এবং দক্ষিণ ইউক্রেনের অন্যান্য অংশে জনগণকে “ব্যাপক সতর্কতা অবলম্বন করতে” এবং রুশ বাহিনী গোলাবারুদ এবং অস্ত্র মজুদ রাখে- এমন এলাকা এড়াতে বলেছেন।

মঙ্গলবার মায়স্কোয়েতে গোলাবারুদ মওজুদের একটি স্থাপনায় বৃহদাকারের বিস্ফোরণগুলো ঘটেছে। এটি ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত অঞ্চলের রুশ ফাঁড়িগুলোতে এক সপ্তাহের মধ্যে ঘটা দ্বিতীয় বিস্ফোরণ।

শিয়া অপরাধী কারা তা চিহ্নিত করেনি তবে সর্বসাম্প্রিতক বিস্ফোরণকে “নাশকতামূলক কার্যক্রম” বলে অভিহিত করেছে। গত সপ্তাহে তারা সাকি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল এবং সেখানে ৯টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়।

ইউক্রেন মায়স্কয় বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট করেছেন, “রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া গুদাম, বিস্ফোরণ এবং আক্রমণকারী ও চোরদের জন্য মৃত্যু সংক্রান্ত উচ্চ ঝুঁকির স্থান। নিরস্ত্রীকরণের পদক্ষেপ নেয়া হচ্ছে।”

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জেলেন্সকি এবং তুরস্কের রেজেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকের জন্য বৃহস্পতিবার ইউক্রেন সফর করবেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ সংবাদদাতাদের বলেছেন, শুক্রবার ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় চালু করার উদ্যোগের অংশ হিসেবে ব্যবহৃত একটি বন্দর পরিদর্শন করতে জাতিসংঘের প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় যাবেন।

সোমবার দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন “তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় দেড় লাখ মেট্রিক টন ইউক্রেনীয় গম সংগ্রহ, পরিবহন এবং সঞ্চয়ে” সহায়তা করার জন্য ৬ কোটি ৮০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন।

XS
SM
MD
LG