অ্যাকসেসিবিলিটি লিংক

হলোকস্ট নিয়ে আব্বাসের মন্তব্যে শোলজের ‘বিরক্তি’ প্রকাশ


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, বামে, ১৬ ই আগস্ট, ২০২২ তারিখে বার্লিনের চ্যান্সেলেরিতে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, বামে, ১৬ ই আগস্ট, ২০২২ তারিখে বার্লিনের চ্যান্সেলেরিতে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন, যেখানে হলোকস্টকে ( দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদীদের নির্বিচারে গণহত্যার ঘটনা ) ছোট করে দেখা হয়েছে।

মিউনিখ অলিম্পিকে ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিচ্ছিন্নতাবাদীদের হামলার আসন্ন ৫০তম বার্ষিকী সম্পর্কে মঙ্গলবার বার্লিন সফরের সময় আব্বাসকে জিজ্ঞাসা করা হয়। এরপরই তিনি ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনিদের হত্যা করার বিষয়টি তুলে ধরে বলেন,

‘‘ইসরাইল ফিলিস্তিনি গ্রাম ও শহরগুলোতে, দেইর ইয়াসিন, তানতুরা, কাফর কাসিম এবং আরও অনেক জায়গায় ৫০টি গণহত্যা চালিয়েছে। ৫০টি গণহত্যা, ৫০টি হলোকস্ট।’’

যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করার সময় শোলজ, আব্বাসের সাথেই ছিলেন। তিনি বুধবার টুইটারে একটি পোষ্টে বলেন, তিনি এই মন্তব্যে "বিরক্ত" হয়েছেন। তার টুইটে বলেন,

“বিশেষ করে আমাদের জার্মানদের জন্য, হলোকস্টের একক বৈশিষ্ট নিয়ে যে কোন তুলনা অসহনীয় এবং অগ্রহণযোগ্য। আমি হলোকাস্টের অপরাধ অস্বীকার করার যে কোনও প্রচেষ্টার নিন্দা জানাই।"

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেছেন, আব্বাসের মন্তব্য ‘‘শুধু নৈতিক অপমানই নয়, এটি একটি ভয়ানক মিথ্যাচারও।”

“হোলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়, যার মধ্যে ১৫ লক্ষ ইহুদি শিশুও ছিল। ইতিহাস এটি কখনোই ক্ষমা করবে না," এক টুইটে বলেন লাপিড।


প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে থেকে নেয়া।


XS
SM
MD
LG