অ্যাকসেসিবিলিটি লিংক

সংখ্যালঘু হাজারা শিয়া গ্রুপের বিদ্রোহী কমান্ডারকে হত্যা করেছে তালিবান


তালেবান যোদ্ধারা আফগানিস্তানের হেরাতে সামরিক প্রশিক্ষণের পর একটি স্নাতক অনুষ্ঠানের সময় মার্চ করছে। ১০ জানুয়ারী, ২০২২।
তালেবান যোদ্ধারা আফগানিস্তানের হেরাতে সামরিক প্রশিক্ষণের পর একটি স্নাতক অনুষ্ঠানের সময় মার্চ করছে। ১০ জানুয়ারী, ২০২২।

আফগানিস্তানের তালিবান বুধবার বলেছে যে তাদের নিরাপত্তা বাহিনী ইরান সীমান্তের কাছে বন্দুকযুদ্ধে একজন পলাতক বিদ্রোহী কমান্ডারকে হত্যা করেছে।

প্রতিরক্ষা মন্ত্রক নিহত ব্যক্তিকে মাওলাভি মেহেদি হিসাবে চিহ্নিত করেছে, যিনি দেশের সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোক ছিলেন এবং গত বছর আন্তর্জাতিকভাবে সমর্থিত আফগান সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার আগে সুন্নি-ভিত্তিক তালিবানে যোগ দিয়েছিলেন।

মন্ত্রক মেহেদিকে উত্তরাঞ্চলীয় সার-ই-পোল প্রদেশের কয়লা খনি সমৃদ্ধ জেলা বলখাবের "বিদ্রোহীদের নেতা" বলে উল্লেখ করে বলেছে যে তিনি তালিবানের বিরুদ্ধে বিদ্রোহ করার পর তার কিছু যোদ্ধাদের সাথে নিয়ে নিকটবর্তী পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম আফগানিস্তানের সীমান্ত প্রদেশ হেরাতে বিদ্রোহী কমান্ডারকে আটক করে গুলি করে হত্যা করা হয়েছে।

মন্ত্রক বিস্তারিত কিছু না বলে টুইটারে লিখেছে, “মেহেদি ইরানে পালানোর চেষ্টা করছিলেন যখন গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী তাকে হেরাত ও ইরানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় টার্গেট করেছিল এবং তার কাজের জন্য তাকে শাস্তি দেয়,”।

মেহেদির সমর্থকরা তাৎক্ষণিকভাবে তাকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তান দখল করার পর হাজারা জাতিগোষ্ঠীর কমান্ডারকে প্রতিবেশী বামিয়ান প্রদেশের গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

তালিবান এপ্রিলে মেহেদীকে প্রকাশ্য কোন কারণ না দেখিয়ে বরখাস্ত করে। তিনি তার জন্মভূমি বলখাবে ফিরে আসেন এবং সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করেন।

তালিবান একটি শান্তিপূর্ণ মীমাংসার উদ্দ্যেশে আলোচনার জন্য বেশ কয়েকটি প্রতিনিধি দল পাঠায়, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন যার ফলে জুন মাসে একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু হয়। সামরিক অভিযানের ফলে বিদ্রোহীরা পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

সংখ্যালঘু হাজারা সম্প্রদায় মূলত মধ্য ও উত্তর প্রদেশে অবস্থিত এবং আফগানিস্তানে তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে নির্যাতিত ধর্মীয় গোষ্ঠী হিসেবে দেখে।

XS
SM
MD
LG