কেনিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন। যদিও সেখানকার সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রত্যাখ্যান করেছেন। ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালনরত রুটো নির্বাচিত নেতাদেরকে জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
১২টি রাজনৈতিক দলের জোট কেনিয়া কোয়ানজা অ্যালায়েন্সের সাথে কথা বলার সময় রুটো বলেছেন, তিনি সমগ্র কেনিয়াবাসীর প্রেসিডেন্ট হতে চান।
রুটোর প্রধান প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গা রুটোর বিজয়কে বাতিল ও অকার্যকর বলে অভিহিত করে এটিকে প্রত্যাখ্যান করার একদিন পর রুটো এসব কথা বলেন।
ওডিঙ্গা বলেছেন, তিনি আইনি এবং সাংবিধানিক উপায়ে এই ফলাফলকে চ্যালেঞ্জ করবেন।
গত সপ্তাহের নির্বাচনে রুটো ৫০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছেন। ওডিঙ্গা মাত্র ৪৯ শতাংশেরও কম ভোট পেয়েছেন।
রুটো বলেছেন, তিনি তার বিজয়কে রক্ষা করবেন।
তিনি বলেছেন, “আদালতের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা সেগুলোর সাথে জড়িত থাকবো এবং নিশ্চিত করবো কারণ আমরা গণতান্ত্রিক এবং আমরা আইনের শাসনে বিশ্বাস করি।”
কিছু সদস্য গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ করার পরে ফলাফলগুলো দেশের নির্বাচন কমিশনকেও বিভক্ত করেছে।
অন্যান্য নির্বাচনের পরে কেনিয়ায় যে ধরনের সহিংসতা সংঘটিত হয় এ বিরোধের ফলে সে ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।
কেনিয়ার সদ্য সমাপ্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য ছিল কিনা তা নির্ধারণ সংক্রান্ত মামলা কেনিয়ার সর্বোচ্চ আদালতে জমা দেয়ার জন্য ওডিঙ্গা শিবিরের কাছে রোববার পর্যন্ত সময় রয়েছে।