অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দূতাবাস


ঢাকায় ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

উৎসবের মধ্য দিয়ে ঢাকায় বুধবার (১৭ আগস্ট), বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাসে দেশটির স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মেরদেকা প্রাসাদে অনুষ্ঠিত জাতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এসময় দোয়া অনুষ্ঠিত হয়।

উৎসবের মধ্যে ছিল সঙ্গীতানুষ্ঠান, গানের প্রতিযোগিতা এবং তাঁবুর বাজার। অনুষ্ঠানে সুস্বাদু খাবার, হস্তশিল্প, স্যুভেনির এবং অন্যান্য পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।

অনুষ্ঠানে, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু সুবোলো এবং তার স্ত্রী সিনতা একাবতী অতিথিদের স্বাগত জানান।কূটনীতিক, দূতাবাসের কর্মচারী এবং বিপুল সংখ্যক ইন্দোনেশিয়ান নাগরিক অনুষ্ঠানে যোগ দেন। ইন্দোনেশিয়ার নৃত্যশিল্পীরা তাদের অসাধারণ নৃত্য পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে।

রাষ্ট্রদূত হেরু সুবোলো অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ইন্দোনেশিয়া দূতাবাস ঢাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত।”

XS
SM
MD
LG