আওয়ামী লীগ সরকার ভারতের 'দয়ায়' ক্ষমতায় আছে কিনা প্রশ্ন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের সমর্থন চাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন।
তিনি বলেছেন, "ঢাকায় আওয়ামী লীগের এক সমাবেশ থেকে মন্ত্রীরা বিভিন্ন হুমকি দিয়েছেন। আপনারা যখন এত হুমকি দিচ্ছেন, তখন কেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী আপনাদের সরকার এবং আপনাদের প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে ভারতের সাহায্য চাইছেন?"
সোমবার এক আলোচনা সভায় এই বিএনপি নেতা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
তাদের দল পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, "আমরা সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত সরকারের কাছেও জানতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তার অর্থ কী? তার মানে কি এই সরকার ভারতের সমর্থনে টিকে আছে? মানুষ এর অর্থ জানতে চায়। এটা জরুরি।"
বৃহস্পতিবার হিন্দুদের অন্যতম বড় উৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,“শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত দেশ হবে। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।”