অ্যাকসেসিবিলিটি লিংক

আই-এ-ই-এ পরিদর্শকদের বিষয়ে নিজের দাবি 'পুনর্বিবেচনা' করেছেন পুতিন: ফ্রান্স


ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকাটি টহল দিচ্ছে এক রুশ সৈন্য, ১ মে ২০২২। (ফাইল ফটো)
ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকাটি টহল দিচ্ছে এক রুশ সৈন্য, ১ মে ২০২২। (ফাইল ফটো)

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র দফতর শুক্রবার জানায় যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পূর্বের দাবিটি “পুনর্বিবেচনা” করেছেন, যেটিতে তিনি দাবি করেছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যে কোন পরিদর্শককে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনা, বর্তমানে রুশ দখলে থাকা ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে যেতে হলে রাশিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইউরোপে এই বিষয়ে উদ্বেগ বেড়েই চলেছে যে, ঝাপোরিঝিয়ার আশেপাশে গোলাবর্ষণ, ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের থেকেও আরও গুরুতর কোন বিপর্যয় ঘটাতে পারে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি “এমন বিবৃতিগুলোকে স্বাগত জানান, যেগুলোতে ইউক্রেন ও রাশিয়া, উভয়ই (বিদ্যুৎকেন্দ্রটিতে) আইএইএ’র একটি মিশন পাঠানোর উদ্দেশ্যকে সমর্থনের আভাস দিয়েছে”।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে শুক্রবার বলেন, “ইউক্রেনের কূটনীতিক, আমাদের সহযোগী, জাতিসংঘ ও আইএইএ’র প্রতিনিধিরা, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে মিশনটি পাঠানো হবে, সেটির বিস্তারিত বিষয়গুলো নির্দিষ্ট করতে কাজ করছেন।… এই কাজ ও উদ্যোগে যোগ দেওয়া সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

এদিকে, রুশ জ্বালানী প্রতিষ্ঠান, গ্যাজপ্রম ঘোষণা দেয় যে, তারা জার্মানির সঙ্গে সংযুক্ত তাদের গ্যাসের সরবরাহ লাইনটি মেরামতের জন্য এই মাসের শেষদিকে তিনদিন বন্ধ রাখবে।

জার্মানি ব্যাপকভাবে রুশ জ্বালানীর উপর নির্ভরশীল। এই বিষয়ে কোন সংশয় নেই যে, রাশিয়া জার্মানি ও ইউরোপের অন্যান্য যেসব দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে জ্বালানী ব্যবহার করে এক প্রতিশোধের খেলা খেলছে। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্স জানিয়েছে যে, বন্ধ ঘোষণা করার আগেই, জার্মানির সঙ্গে সংযুক্ত রাশিয়ার সরবরাহ লাইনটি সেটির ধারণক্ষমতার এক-পঞ্চমাংশ ব্যবহার করছিল, “যার ফলে ভীতি ছড়িয়ে পড়ে যে শীত আসতে আসতে রাশিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে এবং জ্বালানী মওজুদের স্থাপনাগুলো ভরে রাখা আরও কষ্টসাধ্য করে তুলতে পারে।”

XS
SM
MD
LG