অ্যাকসেসিবিলিটি লিংক

অপরাধী চক্রের সহিংসতার কবলে থাকা হাইতির মানুষের জন্য জাতিসংঘের ৫০ লক্ষ ডলার বরাদ্দ


হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মোটরসাইকেল চালকরা একটি জ্বলন্ত প্রতিবন্ধকের পাশে দিয়ে যাচ্ছেন, ১৩ ‍জুলাই ২০২২। অপরাধী চক্রের সহিংসতার কারণে জ্বালানী সংকট তীব্র হওয়ায় সেখানে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। (ফাইল ফটো)
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মোটরসাইকেল চালকরা একটি জ্বলন্ত প্রতিবন্ধকের পাশে দিয়ে যাচ্ছেন, ১৩ ‍জুলাই ২০২২। অপরাধী চক্রের সহিংসতার কারণে জ্বালানী সংকট তীব্র হওয়ায় সেখানে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। (ফাইল ফটো)

সংঘবদ্ধ অপরাধী চক্র বা গ্যাং এর সহিংসতার কারণে হাইতির ক্রমবর্ধমান দৈন্যদশা মোকাবেলায় জাতিসংঘ তাদের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল (সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড বা সিইআরএফ) থেকে ৫০ লক্ষ ডলার বরাদ্দ দিয়েছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো বলছে যে, জুলাই থেকে হাইতির সিটে সোলেল-এ অপরাধী চক্রগুলোর মধ্যে হওয়া সংঘর্ষে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। রাজধানী পোর্ট অ প্রিন্স এর একটি অত্যন্ত দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা হল সিটে সোলেল।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর অনুমানে প্রায় ২,৮০,০০০ মানুষ লড়াইয়ের কারণে আটকা পড়ে রয়েছে। সংস্থাটি সতর্ক করেছে যে, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে কারণ ক্রমবর্ধমান সহিংসতা মানুষজনকে খাদ্য, পানীয় জল ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে রেখেছে।

ওসিএইচএ এর মুখপাত্র ইয়েন্স লার্কে বলেন যে, সিইআরএফ এর ছাড়কৃত অর্থ, তহবিলের সংকটে থাকা মানবিক সাহায্য সংস্থাগুলোকে হাইতির মানুষের আশু চাহিদা মেটাতে সহায়তা করবে। তিনি স্বীকার করেন যে ৫০ লক্ষ ডলার খুব বেশি পরিমাণ অর্থ নয়, কিন্তু বলেন যে, এই মুহুর্তে এটি একটি গুরুত্বপূর্ণ পরিমাণ অর্থ।

ইউনিসেফ জানিয়েছে যে, সিটে সোলেল এ বসবাসকারী ৫ বছরের কম বয়সী শিশুদের প্রায় ২০% গুরুতর বা মধ্যম পর্যায়ের চরম পুষ্টিহীনতায় ভুগছে। সংস্থাটি জানায়, হাজার হাজার মানুষ মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছে কারণ অপরাধী চক্রগুলোর সহিংসতা তাদেরকে যথাযথ স্বাস্থ্যসেবা বা পুষ্টি গ্রহণে বাধা দিচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যে, বা হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেক, প্রায় ৪৪ লক্ষ মানুষই ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করছেন। লার্কে বলেন প্রয়োজনে থাকা এত মানুষকে সহায়তা প্রদান করা একটি চ্যালেঞ্জ।


XS
SM
MD
LG