রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগীর মেয়ে, শনিবার তার টয়োটা ল্যান্ড ক্রুজার বিস্ফোরণে রাশিয়াতে নিহত হয়েছেন
দারিয়া ডুগিন নামে এই সাংবাদিক শনিবার মস্কোর কাছে বিস্ফোরণে নিহত হন।
দরিয়ার বাবা হলেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন। যাকে প্রায়শই 'পুতিনের মস্তিষ্ক' বলে ডাকা হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উগ্র জাতীয়তাবাদী আলেকজান্ডার ডুগিনই হয়তো এই বিষ্ফোরনের লক্ষ্য ছিলেন।
বাবা ও মেয়ে দুজনেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থক।