অ্যাকসেসিবিলিটি লিংক

মার-আ-লাগো থেকে জব্দ করা নথি পর্যালোচনা থেকে এফবিআইকে বিরত রাখতে বলছেন ট্রাম্প


উইসকনসিনের রিপাবলিকান গভর্নর প্রার্থী টিম মিশেলস( বামে), প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হিসাবে কথা বলেছেন, ৫ আগস্ট, ২০২২ তারিখে ওয়াউকেশা, উইসকনসিনের একটি সমাবেশে পাশে দাঁড়িয়ে তিনি সেটা শুনছেন।ফাইল
উইসকনসিনের রিপাবলিকান গভর্নর প্রার্থী টিম মিশেলস( বামে), প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হিসাবে কথা বলেছেন, ৫ আগস্ট, ২০২২ তারিখে ওয়াউকেশা, উইসকনসিনের একটি সমাবেশে পাশে দাঁড়িয়ে তিনি সেটা শুনছেন।ফাইল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার এস্টেট থেকে জব্দ করা দলিলপত্র যাতে এফবিআই পর্যালোচনা না করে, সে বিষয়ে সাময়িক নিষেধাজ্ঞা দিতে একটি ফেডারেল আদালতকে অনুরোধ করেছেন ট্রাম্পের আইনজীবীরা। নির্বাহী প্রাধিকারের আওতায়, একজন স্পেশাল মাস্টার নিয়োগের পূর্ব পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পরও, অবৈধভাবে কোন দলিলপত্র তার কাছে রেখেছিলেন কী-না তা তদন্ত করছেন ফেডারেল তদন্তকারীরা।

এফবিআই এই মাসের শুরুর দিকে ট্রাম্পের এস্টেট থেকে ১১ সেট গোপন দলিল-দস্তাবেজ জব্দ করেছে, যার মধ্যে কয়েকটি অতি-গোপনীয় লেবেলযুক্ত । এসব দলিলাদি কেবলমাত্র নির্দিষ্ট সরকারি দপ্তরে দেখার অনুমতি রয়েছে। ন্যাশনাল আর্কাইভস এই বছরের শুরুর দিকে ট্রাম্পের এস্টেট থেকে বেশ কয়েকটি বাক্স সরিয়ে আনে। এগুলো ট্রাম্প তার অফিস ছেড়ে যাওয়ার সময় ন্যাশনাল আর্কাইভস-এর কাছে দিয়ে যাওয়ার কথা ছিল।

ট্রাম্প এই কার্যক্রমের সমালোচনা করেন এবং আদালতে আইনি আবেদনে তিনি বলেন, আগস্ট ৮, ২০২২-এ এফবিআই’এর তল্লাসী একটি " অত্যন্ত আগ্রাসী পদক্ষেপ"।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাদের প্রতিক্রিয়ায় বলেছে, একটি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাব্য কারণ দেখানোর পরই একজন ফেডারেল বিচারক এই তল্লাসীর অনুমতি দেন।

নিউ ইয়র্ক টাইমস সোমবার এক প্রতিবেদনে বলেছে, ট্রাম্পের এস্টেট থেকে ৩০০টিরও বেশি গোপন নথি উদ্ধার করেছে সরকার। এগুলোর মধ্যে রয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই থেকে পাওয়া নথিপত্র।

আগস্টের অনুসন্ধানের পর, ট্রাম্পের আইনজীবীরা একজন ফেডারেল ম্যাজিস্ট্রেটকে এফবিআই-এর হলফনামাটি, তল্লাসীর সম্ভাব্য কারণগুলোর বিশদ বর্ণনাসহ জনসমক্ষে প্রকাশ করার অনুরোধ জানিয়েছিলেন।

বিচার বিভাগ এই পদক্ষেপের বিরোধিতা করে বলে, এটি একটি অপরাধের চলমান তদন্তকে বাধাগ্রস্থ করবে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।

Lead photo Caption:

XS
SM
MD
LG