অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন


সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির আহমেদ জানান, দুপুর ১২টা ৫৯ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মাহবুব তালুকদার ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে নিয়োগ পান।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন।

পরবর্তীতে তিনি সরকারি চাকরির ধারাবাহিকতায় বঙ্গবভনে পাঁচ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব ও বক্তৃতা লেখক ছিলেন।

১৯৪২ সালে জন্ম নেয়া মাহবুব তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৮-১৯৭০ সাল পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখকও ছিলেন। কবিতা কথাসাহিত্যের ওপর ৪৪টি বই লিখেছেন তিনি।

তিনি ২০১২ সালে বাংলাদেশের সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন।

XS
SM
MD
LG