বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে ক্ষমতাসীন সরকারের ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে প্রত্যাখান করেছে বিএনপি।
বুধবার নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রচলিত ব্যালট ব্যবহার করে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাদের দাবির কথা পুনঃব্যক্ত করেন তিনি।
ফখরুল বলেন, "বর্তমান কমিশনের প্রতি আমাদের কোন আগ্রহ নেই। তারা কি বলে আর করে তা আমরা আমলে নেই না। মূল বিষয় হলো নির্বাচনকালীন সময়ে যদি সরকার পরিবর্তন না হয়, তাহলে কোন নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না।"
ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে তারা ক্ষমতাসীন দলের অংশীদার। "কারণ, আওয়ামী লীগ চেয়েছিল ৩০০ আসনে ইভিএম ব্যবহার করা হউক, সেখানে ইসি সমঝোতার মাধ্যমে ১৫০ আসনে করবে।"
নির্বাচন কমিশনের সংলাপকে উদ্ধৃত করে তিনি বলেন, "বেশিরভাগ রাজনৈতিক দল এমনকি জাতীয় পার্টিও কমিশনকে বলেছিল যে তারা ইভিএম চায় না, কারণ মেশিন ব্যবহারের ফলে জনগণের রায় প্রতিফলিত হয় না।"
বুধবার সকালে নির্বাচন কমিশন আগামী বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। সারাদেশের ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়।
রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।