থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চাকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তিনি তার আট বছরের মেয়াদ শেষ করেছেন কিনা- আদালত তা বিবেচনা করছে।
২০১৪ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতাগ্রহণকারী প্রায়ুতের প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ- এই যুক্তি দিয়ে বিরোধী দলগুলো একটি আবেদন দাখিল করার পরে বুধবার এই সিদ্ধান্ত দেয়া হয়।
আদালত মামলার রায় না দেয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদের জন্য শীর্ষস্থানীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।