অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিদের প্রহারকারী ৪ সেনাকে অব্যাহতি দিল ইসরাইলি সেনাবাহিনী


ফাইল ছবি, ইসরাইলি সেনাবাহিনী, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের ক্যানিস্টার ব্যবহার করছে । বিক্ষোভকারীরা ২৯ জুলাই, ২০২২ তারিখে রামাল্লার উত্তরে পশ্চিম তীরের মুঘায়ার গ্রাম এর পাশে বাইপাস রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে দেয়।
ফাইল ছবি, ইসরাইলি সেনাবাহিনী, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের ক্যানিস্টার ব্যবহার করছে । বিক্ষোভকারীরা ২৯ জুলাই, ২০২২ তারিখে রামাল্লার উত্তরে পশ্চিম তীরের মুঘায়ার গ্রাম এর পাশে বাইপাস রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে দেয়।

ইসরাইলি সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর দায়ে চার সেনাকে তারা অব্যাহতি দিয়েছে।

দুই সপ্তাহ আগে পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তরে, একটি ফিলিস্তিনি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীকে জোর করে নামিয়ে দেয় ইসরাইলি সেনারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা টিকটকে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, তারা দুজনকে লাথিসহ মারধর করছে।

একটি প্রাথমিক তদন্তের পর সামরিক বাহিনী এক বিবৃতিতে বলে, সৈন্যদের "ব্যাটালিয়নে তাদের অবস্থান থেকে অব্যাহতি দেওয়ার সাথে সাথে সমস্ত যুদ্ধক্ষেত্র থেকেও সরিয়ে দেয়া হয়েছে। "

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাভি সামরিক বাহিনীর কথা উল্লেখ করে বলেন, 'গুরুতর' ও 'বিদ্বেষমূলক' এই ঘটনা সেনাবাহিনীর মূল্যবোধের পরিপন্থী। "এই ধরনের আচরণের জন্য আইডিএফ-এ কোনও স্থান নেই এবং থাকবে না।"

ইসরাইলি সংবাদ মাধ্যমে বলা হয়, সৈন্যরা নেটজাহ ইয়েহুদা বা "জুডিয়া ফরএভার" এর সদস্য ছিল, যা অতি-অর্থোডক্স ইহুদি সৈন্যদের জন্য একটি বিশেষ ইউনিট, যাদের সদস্যরা অতীতে ক্ষমতার বিভিন্ন অপব্যবহারে জড়িত ছিল। যার মধ্যে রয়েছে জানুয়ারিতে একটি চেকপয়েন্টে আটক হওয়া ৭৮ বছর বয়সী একজন ফিলিস্তিনি-আমেরিকানের মৃত্যুও ।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়, যেটি কিনা ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে চায়। এই অঞ্চলে প্রায় ৩০ লক্ষ ফিলিস্তিনি রয়েছে যারা ইসরাইলি সামরিক শাসনের অধীনে বাস করে। এখানে প্রায় ৫ লক্ষ ইহুদি বসতি স্থাপনকারীও আছে যাদের ইসরাইলি নাগরিকত্ব রয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিরা পশ্চিম তীরে অসংখ্য হামলা চালিয়েছে এবং সামরিক বাহিনী বলছে, তারা অনেক হামলা ব্যর্থ করে দিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৈন্যরা প্রায়ই অতিরিক্ত শক্তি প্রয়োগ করে থাকে।

XS
SM
MD
LG