অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার শাহবাগে বাম জোটের বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, তিনজন আহত


শাহবাগে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
শাহবাগে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) দাবি করেছে, রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে জোটের তিন সদস্য আহত হয়েছে। জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোটটি বৃহস্পতিবার (২৫ আগস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস ধর্মঘট পালন করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি রাজীব কান্তি এ বিষয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বাংলামোটর এলাকা থেকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলাম। তখন এডিসি (রমনা জোন) হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রায় ৫০ জন পুলিশ হঠাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়।”

আহত এলডিএ কর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থক ছাত্র সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এলিফেন্ট রোড, বাংলামোটর, কাঁটাবন, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় অর্ধদিবস ধর্মঘটের সমর্থনে, প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা গেছে। এলডিএ কর্মীদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে, পল্টনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ১৭ আগস্ট এলডিএ-র ধর্মঘটে সমর্থন জানায়।

XS
SM
MD
LG