সকাল ৯টায় রাজধানী ঢাকার নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী জানান “১২টি সিটি কর্পোরেশনের ১৮৬টি কেন্দ্রে শিশুদের জন্য ফাইজার-এর টিকা দেয়া হচ্ছে।”
প্রতিমন্ত্রী বলেন, “রাজধানী ঢাকার, দুই সিটি কর্পোরেশনের ২১টি কেন্দ্রে, শিশুদের টিকা দেয়া হবে। একই সাথে পথশিশু বা বিদ্যালয়ে যায় না এমন শিশুদের করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। বিভিন্ন স্কুলে ও ওয়ার্ড পর্যায়ে বুথ স্থাপন করে, সরাসরি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিশুদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে, টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবে।”
এই কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্রাকের স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। এর আগে, ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়।