অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইনে কাজ করার অনুমতি দেয়া উচিত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের বিশেষ দূত নয়েলিন হেইজার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের বিশেষ দূত নয়েলিন হেইজার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য, উপযুক্ত পরিবেশ তৈরি করতে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করতে দেওয়া উচিত মিয়ানমারের।” শেখ হাসিনা বলেন, “মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেয়া।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রেস ব্রিফিং-এ জানান, মিয়ানমারের জন্য জাতিসংঘের বিশেষ দূত নয়েলিন হেইজার, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন “আমরা মিয়ানমারের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখনও কোনো সাড়া পাইনি। আমরা এর সমাধান চাই। আমরা কতদিন এত লোককে আতিথ্য করতে পারি?”

প্রেস সচিব ইহসানুল করিম আরও জানান, শেখ হাসিনা বলেছেন, “১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম এলাকার শরণার্থীদের ভারত থেকে ফিরিয়ে এনেছে।”

এসময় জাতিসংঘের বিশেষ দূত বলেন যে, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “এখন মিয়ানমারে তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করা অপরিহার্য। জাতিসংঘের সংস্থা ও এনজিওসহ সবাই ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য কাজ করছে।”

রোহিঙ্গাদের ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ দূত। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু মোকাবেলায় ঢাকার অনেক সমর্থন প্রয়োজন।”

নয়েলিন হেইজার, বলেন যে, তিনি মিয়ানমার সফর করেছেন এবং রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজতে দেশটির সামরিক সরকারকে বলেছেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ উদ্যোগের আহ্বান জানান।

নয়েলিন হেইজার বলেন, “আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ফোরামে রোহিঙ্গা ইস্যুটি একটি এজেন্ডা হওয়া উচিত।”

XS
SM
MD
LG