অ্যাকসেসিবিলিটি লিংক

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বিষয়ে মন্তব্য করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


ফিনল্যান্ডের লাহটিতে ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এক বৈঠকে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী সানা মারিন, ২৪ আগস্ট ২০২২।
ফিনল্যান্ডের লাহটিতে ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এক বৈঠকে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী সানা মারিন, ২৪ আগস্ট ২০২২।

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে পোস্ট করা তার একটি ভিডিও বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ঐ ভিডিওতে দেখা যায় যে, তিনি তার একদল বন্ধু-বান্ধব ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে নাচে অংশ নিচ্ছেন। ।

৩৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পরপরই ফিনল্যান্ডের একাধিক সংবাদমাধ্যম সংস্থা সেটি প্রকাশ করে এবং তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। ঐ পার্টিতে ফিনল্যান্ডের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।

ঐ ভিডিওটি ফাঁস হওয়ার কিছু সময়ের মধ্যেই আরও কিছু ছবি প্রকাশ পায়। সেগুলোতে দেখা যায়, রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক ব্যক্তিগত পার্টিতে, সামাজিক মাধ্যমের দুই সুপরিচিত নারী “ইনফ্লুয়েন্সার” পরস্পরকে চুম্বন করছেন এবং তাদের উন্মুক্ত বক্ষ “ফিনল্যান্ড” লেখা একটি কাগজ দিয়ে ঢেকে রেখেছেন।

ঐ ছবিগুলোর জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এর আগে তিনি একটি মাদক পরীক্ষাতেও সম্মত হন , যার ফলাফল সোমবার নেগেটিভ পাওয়া যায়।

বুধবার হেলসিঙ্কির লাহটি মার্কেট চত্ত্বরে তার সোশ্যাল ডেমোক্র্যাট দলের এক সভায় বক্তব্য দেওয়ার সময়ে মারিন বলেন, এই সপ্তাহটি তার জন্য একটি দুষ্কর সময় ছিল। তবে তিনি এও বলেন, “আমি মানুষ, এবং এই ঘনঘটার মধ্যে আমিও কখনো কখনো উল্লাস করতে, হালকা মেজাজে থাকতে ও মজা করতে চাই।” তিনি বলেন যে, তাতে কখনো কখনো এমন ছবি ও ভিডিওসহ অন্যান্য জিনিস থাকে যা জনগণ হয়ত দেখতে চায় না বা তিনিও সেগুলো তাদের দেখাতে চান না।

তবে তিনি সাথে সাথেই এও বলেন, “আমি একদিনও কাজ বাদ দেইনি। আমি একটি কাজও অসম্পূর্ণ রাখিনি।”

এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজ দলের সমর্থন পেয়েছেন এবং এখনও তার জনপ্রিয়তা বজায় আছে। যদিও, ভিডিওটি প্রকাশ পাওয়ার দিন থেকেই সংবাদমাধ্যমে এ নিয়ে বিতর্ক চলছে যে, প্রধানমন্ত্রীর অবকাশ সময়ে করা কাজগুলো তার দায়িত্ব পালনের সক্ষমতাকে কিভাবে প্রভাবিত করতে পারে।


XS
SM
MD
LG