অ্যাকসেসিবিলিটি লিংক

ডাচ এজেন্সিগুলি জনাকীর্ণ ক্যাম্পের বাইরে অভিবাসীদের শোয়ার ব্যবস্থায় সহায়তা করে


২৫ আগস্ট ২০২২, শত শত আশ্রয়প্রার্থী অভিবাসী নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলে টের আপেলের একটি জনাকীর্ণ কেন্দ্রের বাইরে আশ্রয় নিয়েছে
২৫ আগস্ট ২০২২, শত শত আশ্রয়প্রার্থী অভিবাসী নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলে টের আপেলের একটি জনাকীর্ণ কেন্দ্রের বাইরে আশ্রয় নিয়েছে

ডাচ সহায়তা সংস্থাগুলো বৃহস্পতিবার শত শত আশ্রয়প্রার্থী অভিবাসীর জন্য তীব্র গরমের মাঝে আশ্রয়-প্রার্থীদের একটি জনবহুল কেন্দ্রের বাইরে তাঁবুতে রেখেছে। ডাচ কর্তৃপক্ষ এর একদিন আগে এই কেন্দ্রে একটি শিশুর মৃত্যুর তদন্ত শুরু করেছে।

ডক্টরস উইদাউট বর্ডারস-এর ডাচ শাখা উত্তর-পূর্ব নেদারল্যান্ডসের একটি ছোট গ্রাম টের আপেলে প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য চিকিৎসাকর্মী মোতায়েন করেছে। ডক্টরস উইদাউট বর্ডারস-এর নেদারল্যান্ডসের পরিচালক জুডিথ সারজেন্টিনী জানিয়েছেন, শুক্রবার সেখানে একটি ভ্রাম্যমান হাসপাতাল আসার কথা রয়েছে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডসের এই সংকটে সহায়তা করার জন্য প্রথমবারের মতো মানবিক সাহায্য গোষ্ঠীটিকে ডাকা হয়েছে।

প্রায় ৭’শ লোককে গত দুই রাত যাবত (সেন্টারের) বাইরে ঘুমাতে হয় কারণ আশ্রয়-প্রার্থীদের ঐ অভ্যর্থনা কেন্দ্রের স্থান সংকুলান ক্ষমতা দুই হাজার মত থাকার ফলে সেখানে তাদের জায়গা হয়নি। ওদিকে ডাচ সরকারকে জরুরি বাসস্থান খুঁজে বার করার জন্য বেগ পেতে হচ্ছে।

বৃহস্পতিবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় অভিবাসীদের অনেকে কাঠের খুঁটি দিয়ে ক্যানভাসের ছাউনির নীচে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকেছে।

সারজেন্টিনী এই পরিস্থিতিকে গ্রীসের জনাকীর্ণ অভিবাসী শিবিরগুলির সাথে তুলনা করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন পুরুষের হার্ট অ্যাটাক হয়েছে এবং আরেকজনের কাছে তার ডায়াবেটিসের ওষুধ ছিল না।

অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন বিষয়ক স্টেট সেক্রেটারি এরিক ভ্যান ডার বার্গ সাংবাদিকদের বলেন, তিন মাসের ঐ শিশুর মৃত্যুতে তিনি “গভীরভাবে মর্মাহত।” তিনি জানান মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

XS
SM
MD
LG