মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, হত্যা বিস্তার রোধে; যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা থাকবে।
রবিবার (২৮ আগস্ট) সচিবালয়ে, বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির পঞ্চম সভা শেষে, সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল জানান, “রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমরা মাঝে মাঝেই সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করছি। বিনা কারণে আমরা রক্তপাত দেখছি। মাঝে মাঝে মিয়ানমার থেকে মাদকের আনাগোনাও লক্ষ্য করছি। এটার জন্য আমরা তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। সেসব অভিযানে যদি প্রয়োজন হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হবেন। ক্যাম্পগুলোতে এখন এপিবিএন কাজ করছে।”