বাংলাদেশের বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য, আমদানি শুল্ক আরও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (২৮ আগস্ট) বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এ কথা জানান।
সাধন চন্দ্র মজুমদার জানান, “চালের আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে, ১৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি হচ্ছে। প্রজ্ঞাপন জারির পর,পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বেসরকারি পর্যায়ে ১৫ শতাংশ শুল্কে চাল আমদানি করা যাবে।”
খাদ্যমন্ত্রী জানান, “চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর পাশাপাশি, ১ সেপ্টম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকবে। আগে যেখানে বছরে দেড় লাখ মেট্রিক টন ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হতো। এখন সেখানে প্রতি মাসে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। এতে বাজারে চালের দামে প্রভাব পড়তে বাধ্য। কারণ যাঁরা ওএমএস চালের কিনবে এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাবে, তাদের আর বাজার থেকে চাল কিনতে হবে না।”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, “টিভি স্ক্রল অথবা নিউজে যদি দেখি কোনো ডিলার ওএসএম কিংবা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে ধরা পড়েছে, কিংবা কোনো অনিয়ম করেছে, তা হলে সে যে-ই হোক না কেন, ছাড় পাবে না।”