অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে প্রায় ছয় মাস পর বাংলাদেশ ফিরলেন ৮৮ জেলে


ভারত থেকে প্রায় ছয় মাস পর বাংলাদেশ ফিরলেন ৮৮ জেলে।
ভারত থেকে প্রায় ছয় মাস পর বাংলাদেশ ফিরলেন ৮৮ জেলে।

ঘন কুয়াশায়ার কারণে পথ ভুলে ভারতীয় জলসীমায় ঢুকে পরার পর, আটক হওয়া ৮৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। সোমবার (২৯ আগস্ট) প্রায় ছয় মাস পর তারা বাংলাদেশে ফিরে আসেন।

বিজিবি’র হেডকোয়ার্টার্সের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন “বিজিবির পদক্ষেপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এফবি শাহ আমানত ও এফবি সোনার মদিনা-২ এর ৮৮ জেলেকে হস্তান্তর করছে।”

তিনি আরও জানান, “সোমবার সন্ধ্যায় কাইখালী বিওপির কাছে, বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দি নদীর মাঝখানে দুই ট্রলারসহ ৮৮ জেলেকে বিএসএফ-এর নীলদুমার ব্যাটালিয়ন-১৭ আনুষ্ঠানিকভাবে রিভারিয়ান বর্ডার গার্ড বাহিনীর হাতে হস্তান্তর করে।”

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে ৮৮ জেলে ট্রলারসহ বঙ্গোপসাগরের ভারতীয় অংশে ঢুকে পড়লে, ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে এর পর তাদের কলকাতার বড়ইপুর কেন্দ্রীয় সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।সকল আইনি প্রক্রিয়া শেষে তারা সোমবার দেশে ফিরলেন।

XS
SM
MD
LG