টিগ্রায়-এর বাহিনী পার্শ্ববর্তী আমহারা অঞ্চলের একটি শহর দখল করেছে, এমন একটি খবর অস্বীকার করছেন ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে বাহিনীগুলোর একজন মুখপাত্র। গত সপ্তাহে টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট এবং ইথিওপিয়ার সরকারের মধ্যে চলমান পাঁচ মাসের বিরতির পর, গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
রোববার রাতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় যে, টিপিএলএফ আমহারা অঞ্চলের শহর ওয়েলদিয়াতে প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।
এদিকে, সোমবার টিপিএলএফের একজন প্রতিনিধি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, “এই দাবিগুলো মিথ্যা। তিনি বলেন, “টিগ্রায় বাহিনী এখনো শহরটিতে প্রবেশ করেনি।”
যতদূর জানা গেছে, আরও উত্তরের কোবো শহরের চারপাশে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
ওয়েলদিয়া শহর আদ্দিস আবাবা থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি টিগ্রায় অঞ্চলের রাজধানী মেকেলে থেকে দক্ষিনের আদ্দিস আবাবা দিকে যাওয়ার সড়কের গুরুত্বপূর্ন কেন্দ্র। এর কৌশলগত গুরুত্তও অনেক বেশি।
টিপিএলএফ-এর যেকোনো দক্ষিণ-যাত্র ফেডারেল সরকারের জন্য বিপদ-ঘন্টা বাজিয়ে দিতে পারে। গত বছর টিপিএলএফ একই সড়ক দিয়ে ডেসি শহরটি দখল করে নিয়েছিল। এর মধ্য দিয়ে টিপিএলএফ আদ্দিস আবাবার ২০০ কিলোমিটারের মধ্যে এসে পড়েছিল।
গত সপ্তাহে সংঘর্ষ শুরু করার জন্য ইথিওপিয়ার সরকার এবং টিপিএলএফ পরস্পরকে দায়ী করছে। দায়ী এ সংঘর্ষের মধ্য দিয়ে ইথিওপিয়ার গৃহযুদ্ধের ৫ মাসের যুদ্ধবিরতির অবসান হয়।
শুক্রবার এক খবরে বলা হয় যে, ইথিওপিয়ার সরকারের টিগ্রায়-এ চালানো এক বিমান হামলার সময় একটি কিন্ডারগার্টেনে আঘাত হানে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়।
টিপিএলএফ হামলার সাজানো ছবি ছড়াচ্ছে বলে ইথিওপিয়ার সরকার অভিযোগ করেছে।