অ্যাকসেসিবিলিটি লিংক

বেইজিংয়ের সাথে কিয়েভের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন ইউক্রেনের আইনপ্রণেতা


চীনের রাজধানী বেইজিং-এর তিয়ানানমেন স্কোয়ারে ইউক্রেন এবং চীনের পতাকা প্রদর্শনকারী একটি ল্যাম্পপোস্টের নীচে দিয়ে যাচ্ছেন এক পথচারী। ৫ ডিসেম্বর, ২০১৩। (ফাইল ছবি)
চীনের রাজধানী বেইজিং-এর তিয়ানানমেন স্কোয়ারে ইউক্রেন এবং চীনের পতাকা প্রদর্শনকারী একটি ল্যাম্পপোস্টের নীচে দিয়ে যাচ্ছেন এক পথচারী। ৫ ডিসেম্বর, ২০১৩। (ফাইল ছবি)

যদিও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সাথে চীনের সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছে, সেই তুলনায় ২০১১ সালে ইউক্রেন এবং চীনের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কে আলোচনা খুব কমই গুরুত্ব পেয়েছে। এখন, সেই অংশীদারিত্বকে নিয়ে ইউক্রেনের একজন প্রধান আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই মাসের শুরুতে চীনের ব্যাপারে কিছুটা নরম সুর শুনিয়েছেন। তিনি চলমান বিরোধে বেইজিংয়ের ভূমিকাকে "নিরপেক্ষ" হিসাবে উল্লেখ করেছেন এবং তার দেশের পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য চীনা সরকার ও বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছেন।

২০১১ সালের জুনে, চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও মস্কো সফর শেষে ইউক্রেনে যান। সেসময় চীন ও ইউক্রেন জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয় এবং পরবর্তীতে উভয় দেশ তাদের সম্পর্ককে "কৌশলগত অংশীদারিত্ব"-এ উন্নীত করে।

কিন্তু কিয়েভের একজন প্রধান আইনপ্রণেতা বলেছেন, বিশেষত যখন মস্কো ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে তখন চীনের আনুষ্ঠানিকভাবে ঘোষিত "রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্বের কোন সীমা নেই" সেই প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র এই কারণগুলির উপর ভিত্তি করেই হওয়া উচিত নয়

কিয়েভ থেকে একটি লিখিত সাক্ষাত্কারে ওলেক্সান্ডার মেরেঝকো ভিওএ-কে বলেছেন, বেইজিং "এই অংশীদারিত্বকে ব্যর্থতায় পর্যবেশিত করেছে।"

তিনি আরও বলেন, “আমি মনে করি না যে, আগ্রাসী রাষ্ট্রের কৌশলগত অংশীদার একই সাথে আমাদের কৌশলগত অংশীদার হতে পারে। এটার কোন মানে হয় না।”

জেলেন্সকি বলেছেন, উভয় ক্ষেত্রেই চীন, রাশিয়ার সাথে তার দেশের বিরোধে "নিরপেক্ষতা" দেখিয়েছে। ৩ আগস্ট সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তিনি বলেন, "আমি সত্যিই চাই যে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হোক এবং প্রতি বছর তা বিকশিত হোক"। তিনি ইউক্রেনের পুনর্গঠনে চীনের ভূমিকাও তুলে ধরেন।

ইউক্রেনের পুনর্নির্মাণ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন হয় সুইজারল্যান্ডে গত জুলাই মাসে অনুষ্ঠিত লুগানো সম্মেলন। ওই সম্মেলনে তোলা অফিসিয়াল "পারিবারিক ছবি" তে চীনকে দেখা যায়নি, যেখানে ২০ টিরও বেশি গণতান্ত্রিক দেশের শীর্ষ কর্মকর্তাদের দেখা গেছে। সেই সব দেশ ইউক্রেনকে প্রচুর পরিমাণে সহায়তা প্রদান করেছে।

ইউক্রেনের সংসদ সদস্য অলেক্সান্ডার মেরেজকো। তার টুইটার অ্যাকাউন্ট থেকে নেয়া ছবি।
ইউক্রেনের সংসদ সদস্য অলেক্সান্ডার মেরেজকো। তার টুইটার অ্যাকাউন্ট থেকে নেয়া ছবি।

জেলেন্সকির সম্প্রতি প্রকাশিত মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, মেরেজকো বলেন: "গণতান্ত্রিক সমাজে, সংসদ সদস্যদের নির্বাহী ক্ষমতার চেয়ে সংসদীয় কূটনীতির কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে।"

তিনি আরও বলেন, "আমি এটাও বিশ্বাস করি যে অর্থনৈতিক বিষয়ে, ইউক্রেনের উচিত চীনা ব্যবসার পরিবর্তে পশ্চিমা ব্যবসার উপর বেশি নির্ভর করা।"

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চীন এক বছর আগের তুলনায় রাশিয়ার প্রায় দ্বিগুণ তেল ও গ্যাস জাতীয় পণ্য ক্রয় করেছে; শুধুমাত্র জুলাই মাসেই তারা রাশিয়া থেকে ৭২০ কোটি ডলারের জ্বালানী আমদানি করেছে। ঠিক যখন কিনা চীনের অর্থনীতিতে ধীরগতির উল্লেখযোগ্য লক্ষণ দেখা যাচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে মেরেজকো লিখেছেন, "রাশিয়ার মিত্ররা শান্তি ও বৈশ্বিক নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের জন্য নৈতিক ও রাজনৈতিক দায় বহন করে" এবং "পশ্চিমের উচিত রাশিয়ার সেই মিত্রদের বিরুদ্ধে গৌণ নিষেধাজ্ঞা প্রবর্তন করা।"

বেইজিংয়ের সাথে তার দেশের দশক-পুরানো "কৌশলগত অংশীদারিত্ব" নিয়ে প্রশ্ন তোলার সময় মেরেঝকোর মনে শুধু বাণিজ্য এবং অর্থনীতিই ছিল না। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর, চীনা কর্তৃপক্ষ যে ভিন্নমতাবলম্বীদের মানসিক হাসপাতালে ভর্তি করছে এবং তাদের যে রকম নির্যাতন করছে, সে বিষয়ে মেরেঝকো বলেন, এই ধরনের নির্যাতনগুলি মনে করিয়ে দেয়, ঠিক "একই রকম নিষ্ঠুর সর্বগ্রাসী নির্যাতন সোভিয়েত আমলে দমনমূলক শাসন প্রতিষ্ঠায় করা হয়েছিল।"

তিনি উপসংহারে বলেন, "আমি মনে করি না যে, ইউক্রেনসহ এই জাতীয় দেশ গণতান্ত্রিক কোনও দেশের কৌশলগত অংশীদার হতে পারে।"

সম্প্রতি, মেরেঝকোসহ ইউক্রেনের তিনটি রাজনৈতিক দলের এক ডজনেরও বেশি সহকর্মী সংসদ সদস্য মিলে একটি তাইওয়ান বন্ধুত্ব গ্রুপ গঠন করেছেন। তিনি টুইটারে লিখেছেন, "গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জয়ের জন্য আমাদের একে অপরকে সমর্থন করা উচিত।"

XS
SM
MD
LG