পাকিস্তানের বন্যা কবলিত মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে টুইট করে তিনি এই বার্তা দেন।
একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের দাবি, যদিও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে, পাকিস্তানে মানবিক সাহায্য পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাকিস্তান জুড়ে দুই মাস ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এই বন্যা মোকাবেলায় পাকিস্তানকে সহায়তার জন্য, জাতিসংঘ মঙ্গলবার ১৬ কোটি ডলার বরাদ্দের আবেদন জানিয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন জুনে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর দেখা দেওয়া বিপর্যয়ে ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষকে “মারাত্মকভাবে” প্রভাবিত করেছে। আর ১১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
জাতিসংঘ ও পাকিস্তান সরকার একই সঙ্গে জেনেভা ও ইসলামাবাদে এই তাৎক্ষণিক ও সার্বিক সহায়তার আবেদন জানিয়েছে।
এদিকে হোয়াইট হাউজর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্যাদূর্গতদের জন্য আরও ৩ কোটি ডলার পাঠাচ্ছে । এই সব অর্থায়নে ইউএসআইডির অংশীদাররা জরুরি খাদ্য,পুষ্টি এবং আশ্রয়ের ব্যাপারে সাহায্য প্রদানকে অগ্রাধিকার দিবেন। ইউএসআইডির ডিসাস্টার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ বন্যার প্রভাব মূল্যায়নের জন্য সোমবার ইসলামাবাদ পৌঁছেছেন।