অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের দক্ষিণাঞ্চলের বড় শহরগুলোতে কোভিড সংক্রমণ


চীনের গুয়াংঝু,গুয়াংডং প্রদেশে পাঝো ইন্টারন্যাশনাল কনভেনশন এক্সিবিশন সেন্টারটিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার জন্য শ্রমিকেরা এর ভেতরে সরঞ্জাম স্থাপন করেছে। ১০ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।
চীনের গুয়াংঝু,গুয়াংডং প্রদেশে পাঝো ইন্টারন্যাশনাল কনভেনশন এক্সিবিশন সেন্টারটিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার জন্য শ্রমিকেরা এর ভেতরে সরঞ্জাম স্থাপন করেছে। ১০ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

বুধবার চীনের গুয়াংঝু শহরের কিছু অংশে কোভিড-১৯ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শহরটি এখন শেনজেনের সাথে যোগ দিয়েছে। দক্ষিণ চীনের অর্থনৈতিকভাবে প্রাণবন্ত মহানগরী দুটিতে বাণিজ্য ও দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

অন্যান্য দেশগুলো যেখানে ধীরে ধীরে করোনা ভাইরাস বিধিনিষেধ থেকে বের হয়ে আসছে, সেখানে চীনের তথাকথিত “গতিশীল কোভিড জিরো” নীতি দেশটিকে একঘরে করে তুলছে। এই নীতির ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধির গতি ইতোমধ্যেই শ্লথ হয়ে গেছে।

হংকং-এর নিকটে অবস্থিত গুয়াংঝু শহরটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। মঙ্গলবার শহরটিতে স্থানীয় ভাবে সংক্রমিত মাত্র ৫টি ঘটনার খবর পাওয়া গেছে। তবে শনিবার পর্যন্ত একটি জেলার কিছু অঞ্চলে অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র এবং রেস্তোরাঁগুলোতে খাবার বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে ।

বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি জেলার সমস্ত কিন্ডারগার্টেন এবং প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়কে বসন্তকালীন সেমিস্টারগুলো পুনরায় শুরু করার ক্ষেত্রে বিলম্ব করতে এবং ইতোমধ্যে শুরু হওয়া অফলাইন সেশনগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

শেনঝেন এবং গুয়াংঝু-এর সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন গত বছর ৫ দশমিক ৮৯ ট্রিলিয়ন ইউয়ান (সাড়ে ৮৫ হাজার কোটি ডলার) – এ পৌঁছেছে। এটি দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেকের সমান।

ক্যাপিটাল ইকোনোমিকস অনুসারে, চীনের জিডিপির ৩২ শতাংশ যে ৪১টি শহর থেকে আসে, সেগুলোতে বর্তমানে কভিডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এপ্রিলের পর থেকে সংক্রমণের সংখ্যা এখন সর্বোচ্চ।

৩০ আগস্ট চীন দেশের অভ্যন্তরে ১,৬৭৫টি নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে। বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানায়। এর একদিন আগে দেশের অভ্যন্তরে সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ৭১৭।

XS
SM
MD
LG