ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলের কর্তৃপক্ষ রাজধানী মেকেলেতে নতুন করে বিমান হামলার কথা জানিয়েছে। তারা বলেছে, ওই হামলায় একটি হাসপাতাল এবং বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয় কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ সুদানের সীমান্তের কাছে টিগ্রায়ের পশ্চিমে ছড়িয়ে পড়েছে।
মেকেলের আইডার রেফারাল হাসপাতালের প্রধান ক্লিনিকাল ডিরেক্টর কিব্রম গেব্রেসেলাসি এক টুইট বার্তায় বলেছেন, বুধবার "মধ্যরাতের কাছাকাছি সময়ে " মেকেলে জেনারেল হাসপাতালের কাছে একটি ড্রোন হামলা হয়েছিল।
তিনি বিস্তারিত না জানিয়ে বলেন, হতাহতদের আইডার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে, টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ-এর মুখপাত্র গেটাচেউ রেডা অপর এক টুইট বার্তায় বলেছেন, মেকেলেতে একটি হাসপাতালকে লক্ষ্য করে অন্তত তিনটি বোমা ফেলা হয়।
তিনি বলেন, যে এলাকায় হামলা হয়েছে, সেখানে "কোন অনুমানযোগ্য সামরিক লক্ষ্যবস্তু" ছিল না।
টিগ্রায়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায়, ভিওএ-এর পক্ষে তথ্যগুলি নিশ্চিত করা, কিংবা হতাহতের পরিমাণ জানা সম্ভব হয়নি।
বুধবার সকালে, ইথিওপিয়ার সরকার এক বিবৃতি জারি করে বলেছে, টিপিএলএফ প্রতিবেশী দেশ সুদানের সীমান্তবর্তী আমহারা অঞ্চলে আক্রমণ করেছে।
তবে, রেদা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার একটা "বানোয়াট গল্প তৈরি করছে।"