অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগস্টে রেমিটেন্স এসেছে ২০৩ কোটি ডলার


বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে, বাংলাদেশে আগস্ট মাসে ২০৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২২-২৩ অর্থ বছরের জুলাই মাসে অভিবাসী শ্রমিকরা ২০৯ কোটি ডলার দেশে পাঠিয়েছিল। ২০২১-২২ অর্থবছরের আগস্টে ছিল এই প্রবাহ ছিল ১৮১ কোটি ডলার।

চলতি ২০২২ অর্থবছরে বাংলাদেশ দুই হাজার ১০৩ কোটি ডলার রেমিটেন্সন্স আহরণ করেছে। যা ২০২১ অর্থবছরে আহরিত দুই হাজার চারশ’ ৭৭ ডলারের তুলনায় ১৫ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসের রেমিটেন্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো দেখালেও, ক্রমবর্ধমান আমদানি চাহিদা মেটানো কঠিন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে আগ্রহ তৈরিতে প্রক্রিয়াগুলোকে সহজীকরণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকার রেমিটেন্স প্রণোদনার পাশাপাশি নীতিগত সহায়তা প্রদান করছে। এখন ডলারের মূল্য হার বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়েছে রেমিটেন্স প্রবাহে।”

XS
SM
MD
LG