অ্যাকসেসিবিলিটি লিংক

‘কর্মব্যস্ততার’ কারণে পুতিন গর্বাচভের শেষকৃত্যে যোগ দিতে পারবেন নাঃ ক্রেমলিন


বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো-ওগারিওভো বাসভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন । ৩ মার্চ, ২০২২। (স্পুটনিকের মাধ্যমে এপি)
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো-ওগারিওভো বাসভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন । ৩ মার্চ, ২০২২। (স্পুটনিকের মাধ্যমে এপি)

ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কর্মব্যস্ততার কারণে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের শেষকৃত্যের অনুষ্ঠানে দিতে পারবেন না। এই সপ্তাহের শুরুতে গর্বাচভ মারা যান।

বৃহস্পতিবার মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন, “দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সময়সূচি তাকে ৩ সেপ্টেম্বর শেষকৃত্যে যোগদান করার সময় দেবে না, যে কারণে তিনি আজ এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

শেষকৃত্যে পুতিনের যোগদান না করার সিদ্ধান্তটি এমন একজন ব্যক্তির মৃত্যুতে ক্রেমলিনের হিমশীতল প্রতিক্রিয়া তুলে ধরে, যিনি “গ্লাস্তনস্ত” (উন্মুক্ততা) এবং “পেরেস্ত্রোইকা” (পুনর্গঠন) নামে পরিচিত তার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য পশ্চিমের বেশিরভাগ দেশে প্রশংসিত হয়েছিলেন। এ পদক্ষেপগুলো বার্লিন প্রাচীরের পতন, জার্মানির পুনর্মিলন এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল।

পুতিনের সাথে গর্বাচভের সম্পর্কে টানাপড়েন ছিল। পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে “[বিংশ] শতাব্দীর সর্ব্বৃহৎ ভূ-রাজনৈতিক বিপর্যয়” বলে অভিহিত করেছেন।

গর্বাচভ ফাউন্ডেশন বলেছে, স্নায়ুযুদ্ধ সমাপ্তকারী ব্যক্তিকে বিদায় জানাতে চাওয়া যেকোনো ব্যক্তি ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাউজ অফ দ্য ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

গর্বাচভকে মস্কোর নোভোদেভিচি সমাধিস্থলে তার স্ত্রী রাইসা গর্বাচভার পাশে সমাধিস্থ করা হবে। রাইসা ১৯৯৯ সালে ৬৭ বছর বয়সে লিউকেমিয়ায় ভুগে মারা যান।

XS
SM
MD
LG