অ্যাকসেসিবিলিটি লিংক

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট


আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ বুয়েন্স আয়ার্সে তার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছেন। ২৭ আগস্ট, ২০২২। ফাইল ছবি।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ বুয়েন্স আয়ার্সে তার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছেন। ২৭ আগস্ট, ২০২২। ফাইল ছবি।

একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার।

এক আততায়ী বৃহস্পতিবার খুব কাছে থেকে তার দিকে বন্দুক তাক করে; কিন্তু সে গুলি চালাতে ব্যর্থ হয়।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, “এক ব্যক্তি তার মাথা লক্ষ্যকরে বন্দুক তাক করে এবং ট্রিগার টেনে দেয়।”

ব্যর্থ হত্যাচেষ্টার ভিডিওচিত্রে দেখা যাচ্ছে যে বন্দুকটি ক্রিস্টিনা ফার্নান্দেজের মুখ প্রায় স্পর্শ করেছিল।

এই ঘটনার সময়, ভাইস প্রেসিডেন্ট সমর্থক পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। আদালত থেকে ফেরার এক দিন পর এই ঘটনা ঘটলো। আদালতে তিনি,তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন। ২০০৭-২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলে, “১৯৮৩ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর, এই হত্যাচেষ্টা সবচেয়ে গুরুতর ঘটনা।”

তিনি বলেন, “আমরা দ্বিমত করতে পারি, আমাদের ব্যাপক মতপার্থক্য থাকতে পারে; কিন্তু আমরা ঘৃণামূলক বক্তব্য দিতে পারি না। কারণ, এটি সহিংসতার জন্ম দেয়। আর, গণতন্ত্র এবং সহিংসতা সহাবস্থান করতে পারে না।”

কর্তৃপক্ষ বন্দুকধারীকে গ্রেপ্তার করলেও, তার পরিচয় প্রকাশ করেনি।

XS
SM
MD
LG