অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরোনোর চেষ্টায় ৮ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু


টেক্সাসের ঈগল পাস-এ টেক্সাস ন্যাশনাল গার্ডের এক সদস্য যুক্তরাষ্ট্র থেকে রিও গ্রান্ডে নদীর অপরপাশে মেক্সিকোর দিকে তাকিয়ে আছে, ২৬ আগস্ট ২০২২।
টেক্সাসের ঈগল পাস-এ টেক্সাস ন্যাশনাল গার্ডের এক সদস্য যুক্তরাষ্ট্র থেকে রিও গ্রান্ডে নদীর অপরপাশে মেক্সিকোর দিকে তাকিয়ে আছে, ২৬ আগস্ট ২০২২।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে যে, আটজন অভিবাসন-প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময়ে রিও গ্রান্ডের এক ঝুঁকিপূর্ণ অংশ পার হতে গিয়ে নিহত হয়েছেন।

অভিবাসন কর্মকর্তারা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেক্সাস অঙ্গরাজ্যের ঈগল পাস এর কাছে, ঐ নদীর একই অংশ থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে যে, তারা ৩৯ জন অভিবাসন-প্রত্যাশীকে ঐ নদীর উত্তাল ঢেউ থেকে উদ্ধার করেছে।

সাম্প্রতিক ভারীবর্ষণের ফলে স্বাভাবিকের তুলনায় নদীটিতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং তা আরও জোরে প্রবাহিত হচ্ছে।

ঐ অভিবাসন-প্রত্যাশীরা কোন দেশ থেকে এসেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।



XS
SM
MD
LG