বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আসতে চাইলেও, আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।”
শনিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, “এখন পর্যন্ত যে তথ্য আছে, তাতে তারা বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে না। সম্প্রতি মিয়ানমারে জান্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র দলের মধ্যে সংঘাত চলছে। এসব ঘটনার সময় মিয়ানমারের নাগরিকরা নৃশংসতার ভয়ে বাংলাদেশের দিকে ছুটে আসে।”
ড. মোমেন বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ইতোমধ্যে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে, যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের রেজু আমতলি বিজিবি বিওপি ৪০ ও ৪১ নম্বর পিলারের কাছে মিয়ানমারের দুটি হেলিকপ্টার ও দুটি বিমানকে দেখা যায়। স্থানীয়রা জানান, হেলিকপ্টার থেকে গুলি ও দুটি মর্টার শেল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম জানান, “পররাষ্ট্রমন্ত্রণালয়, বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো কে ডেকে, ঐ ঘটনার জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে।”