বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে যাননি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রলায়ের এক কর্মকর্তা বলেন, “তিনি (পররাষ্ট্রমন্ত্রী) অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন না।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পর শেখ হাসিনা ভারত সফরে গেলেন। করোনা মহামারীর আগে ২০১৯ সর্বশেষ সালে ভারত সফর করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।