অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডায় ছুরিকাঘাতে ১০ জন নিহত,সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ


সহকারি কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর সাসকাচোয়ানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ “এফ” ডিভিশন সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে ডামিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনের ছবির পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ৪ সেপ্টেম্বর, ২০২২।
সহকারি কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর সাসকাচোয়ানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ “এফ” ডিভিশন সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে ডামিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনের ছবির পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ৪ সেপ্টেম্বর, ২০২২।

কানাডার পুলিশ সমৃদ্ধ সাসকাচোয়ান প্রদেশজুড়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে। ঐ দুই ব্যক্তি ছুরিকাঘাতে আদিবাসী সম্প্রদায়ের একটি বসতিতে এবং নিকটবর্তী শহরে ১০ জন মানুষকে চুরিকাঘাত করে হত্যা করেছে বলে সন্দে করা হচ্ছে। এই ঘটনা দেশটির ইতিহাসে সংঘটিত হওয়া সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ডের একটি।

সন্দেহভাজনরা ক্রমাগত ছুরিকাঘাতে আরও ১৫ জনকে আহত করেছে। এর ফলে জেমস স্মিথ ক্রি নেশন সংরক্ষিত অঞ্চল জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। এই ঘটনা পাশের ওয়েল্ডন গ্রামের বাসিন্দাদের ব্যাপকভাবে শোকাহত করে।

এদিকে পুলিশ জানিয়েছে, দুইজন সন্দেহভাজনকে বহনকারী একটি গাড়িকে, ছুরিকাঘাতের ঘটনাস্থল আদিবাসী বসতি থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার (২০৮ মাইল) দক্ষিণে রেজিনাতে দেখা গেছে।

রেজিনার পুলিশ প্রধান ইভান ব্রে রোববার গভীর রাতে বলেছেন,তারা মনে করছেন সন্দেহভাজনরা এখনও রেজিনায় অবস্থান করছে।

সন্দেহভাজনদের নাম ডামিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন (৩০)।

গত মে মাসে সাসকাচোয়ানের অপরাধ নিয়ন্ত্রনকারীরা একটি গ্রেপ্তারি পরওয়ান জারি করেছে। ঐ পরওয়ানায় মাইলস স্যান্ডারসনের নাম ছিল। সেখানে লেখা ছিল এই ব্যক্তি“বেআইনিভাবে পলাতক” রয়েছেন।

এই ঘটনা কানাডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ডের একটি।

রেজিনা পুলিশ সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সহায়তায় সন্দেহভাজনদের সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তারা বিভিন্ন ফ্রন্টে কাজ করছে। এছাড়া,মোজাইক স্টেডিয়ামে ফুটবল খেলাসহ শহরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

XS
SM
MD
LG