অ্যাকসেসিবিলিটি লিংক

বুলেট ট্রেনঃ "বেসিকালি হলিউড অ্যাক্টরদেরকেই তো সবাই ফলো করে"


বুলেট ট্রেনঃ "বেসিকালি হলিউড অ্যাক্টরদেরকেই তো সবাই ফলো করে"
please wait

No media source currently available

0:00 0:04:17 0:00

যুক্তরাষ্ট্রসহ ঢাকার সিনেপ্লেক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে হলিউডের ছবি 'বুলেট ট্রেন’। বিখ্যাত জাপানি উপন্যাস 'মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। পরিচালনা করেছেন ‘ডেড পুল - ২’ এবং ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত পরিচালক ডেভিড লিচ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট।

মুভিটি বাংলাদেশের মানুষের কাছে কেমন লেগেছে, তা নিয়ে আমরা আলাপ করেছি ঢাকার কিছু বড় পর্দার দর্শকের সাথে।

XS
SM
MD
LG