অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রম দিবসের অনুষ্ঠানে 'আমেরিকান কর্মীদের মর্যাদা' তুলে ধরলেন প্রেসিডেন্ট বাইডেন


শ্রম দিবসে শ্রমিকদের সম্মান জানাতে, পেনসিলভানিয়ার ওয়েস্ট মিফলিন-এ ইউনাইটেড স্টিলওয়ার্কার্স অফ আমেরিকা লোকাল ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আগে শিশুদের সাথে কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২।
শ্রম দিবসে শ্রমিকদের সম্মান জানাতে, পেনসিলভানিয়ার ওয়েস্ট মিফলিন-এ ইউনাইটেড স্টিলওয়ার্কার্স অফ আমেরিকা লোকাল ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আগে শিশুদের সাথে কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বার্ষিক শ্রম দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে উইসকনসিন এবং পেনসিলভানিয়া সফর করেন।

বাইডেন উইসকনসিনের মিলওয়াকি, এবং পেনসিলভানিয়ার পিটসবার্গে বক্তৃতা করেন।

অনুষ্ঠানগুলিতে শ্রমমন্ত্রী মার্টি ওয়ালশও বাইডেনের সাথে যোগ দেন।

এর আগে, রবিবার প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়া রাজ্যের নেয়া একটি পদক্ষেপের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন, যা কৃষি শ্রমিকদের ইউনিয়নকে নির্বাচনে ভোট দেবার সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বাইডেন বলেন, “সরকারের উচিত শ্রমিকদের সংগঠিত করতে, তাদের সমস্ত বাধা দূর করার জন্য কাজ করা। তবে শেষ পর্যন্ত একটি ইউনিয়ন তাদের সংগঠিত করবে কিনা, তা অবশ্যই শ্রমিকদেরই বেছে নিতে হবে।"

যুক্তরাষ্ট্রে শ্রমিকদের সম্মানে সোমবারের এই ছুটির দিনটি প্রথম পালিত হয়েছিল ১৮৯৪ সালে। দিনটিতে সারা দেশের শহরগুলিতে প্যারেড এবং অন্যান্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রম দিবসটিকে আমেরিকায় গ্রীষ্মকালের অনানুষ্ঠানিক সমাপ্তি হিসেবে দেখা হয়। এসময়টা ভ্রমণকারীদের জন্য একটি শেষ ব্যস্ত দীর্ঘ সপ্তাহান্ত এবং অনেক শিশু তাদের স্কুল বছর শুরু করার প্রস্তুতি নেয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া।

XS
SM
MD
LG