অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের প্লাবিত এলাকাগুলো ‘সাগরের মতো’ দেখায়, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ; আরও ১৮ জনের মৃত্যু


পাকিস্তানে সেহওয়ানের বাজারা গ্রামে বন্যাপ্লাবিত বাজারের মধ্য দিয়ে এক ব্যক্তি নৌকা চালাচ্ছেন। ৬ সেপ্টেম্বর, ২০২২।
পাকিস্তানে সেহওয়ানের বাজারা গ্রামে বন্যাপ্লাবিত বাজারের মধ্য দিয়ে এক ব্যক্তি নৌকা চালাচ্ছেন। ৬ সেপ্টেম্বর, ২০২২।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বন্যা প্লাবিত কিছু অঞ্চল পরিদর্শনের পর বলেন, কোনো কোনো জায়গা তার কাছে ‘সমুদ্রের মতো’ দেখাচ্ছিল।” বন্যা কবলিত এলাকাগুলোতে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার দিন থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১,৩৪৩।

২২ কোটি জনসংখ্যার প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের অনুমান, এতে প্রায় কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অন্তত ১ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সরকার বন্যার্তদের জন্য নগদ ৩১কোটি ৩৯ লাখ ডলার (৭ হাজার কোটি পাকিস্তানি রুপি) সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন পরিবারগুলোর জন্য সরকার ২ লাখ তাঁবু কিনবে।

জাতিসংঘ বন্যা দুর্গতদের সহায়তার জন্য ১৬ কোটি ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।

জাতীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন শিশু। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পর্বতমালায় রেকর্ড পরিমাণ বর্ষায় বৃষ্টি এবং হিমবাহ গলে এই বন্যা হয়।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বন্যাকবলিত এলাকায় ৬৪ লক্ষের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

XS
SM
MD
LG