অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে ফিরে এলেন ওবামা: উন্মোচিত হল আনুষ্ঠানিক প্রতিকৃতি


ওয়াশিংটনে হোয়াইট হাউজের ইস্ট রুমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচন করার জন্য একটি অনুষ্ঠানে ওবামা মিশেলকে চুম্বন করেছেন। বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের ইস্ট রুমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচন করার জন্য একটি অনুষ্ঠানে ওবামা মিশেলকে চুম্বন করেছেন। বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল বুধবার একটি আধুনিক ভঙ্গিতে তোলা আনুষ্ঠানিক প্রতিকৃতি উন্মোচনের জন্য হোয়াইট হাউজে ফিরে এলেন। প্রতিকৃতি দুটিতে ওবামা একটি সাদা পটভূমিতে অভিব্যক্তিহীন দাঁড়ানো এবং মিশেল হালকা নীল পোষাকে রেড রুমে একটি সোফায় বসা।

প্রতিকৃতি উন্মোচনের জন্য ওবামাকে মঞ্চে আমন্ত্রণ জানানোর আগে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "বারাক এবং মিশেল, আপনাদের এই বাড়িতে স্বাগতম।" উপস্থিত দর্শকদের মধ্যে কেউ কেউ তখন হাঁপাচ্ছিলেন , অন্যরা করতালি দেন।

ওবামার কথা বলার পালা আসলে তিনি বলেন "এভাবে ফিরে আসাটা সত্যিই আনন্দের।" তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করে বলেন, তিনি একজন "সত্যিকারের সহযোগী এবং একজন সত্যিকারের বন্ধু" ছিলেন।

এই ভাবেই ভবিষ্যত্ প্রজন্ম আমেরিকার ৪৪ তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে এখানে কালো স্যুট এবং ধূসর টাইপরা ছবিতে দেখবে।

বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ওবামা এবং সাবেক ফার্স্ট লেডিকে তাদের অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচনের জন্য তাদের ছেড়ে যাওয়া বাড়িতে ফিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের জানুয়ারিতে তার স্বামীর প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর এটিই ছিল মিসেস ওবামার প্রথম সফর। ওবামা অবশ্য তাঁর স্বাক্ষরিত প্রধান স্বাস্থ্যসেবা আইনের বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত এপ্রিল মাসে একবার হোয়াইট হাউজে এসেছিলেন।

সাম্প্রতিক ঐতিহ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই হোক না কেন, বর্তমান প্রেসিডেন্ট প্রতিকৃতি উন্মোচনের জন্য তাঁর পূর্বসূরিকে উদারভাবে আমন্ত্রণ জানিয়েছেন- যেমনটি বিল ক্লিনটন জর্জ এইচ. ডাব্লিউ. বুশের জন্য, জর্জ ডব্লিউ বুশ ক্লিনটনের জন্য এবং ওবামা বুশ জুনিয়রের জন্য করেছিলেন।

ডনাল্ড ট্রাম্প, যিনি ওবামা সম্পর্কে প্রায় সবকিছুর সমালোচনা করতেন এবং প্রেসিডেন্টের অনেক রকম ঐতিহ্য থেকে বিচ্যুত হয়েছেন, ওবামার জন্য তিনি কোনও রকম অনুষ্ঠান করেননি। তাই বাইডেন, যিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাঁর সাবেক বসের জন্য এই আয়োজনটি করলেন।

ওবামার প্রতিকৃতিটি হোয়াইট হাউজের গ্র্যান্ড ফোয়ারে প্রদর্শনের জন্য নির্ধারিত হয়েছে, সাম্প্রতিক দুই প্রেসিডেন্ট ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশের প্রতিকৃতিও বর্তমানে সেখানে ঝুলানো আছে।

আর বারবারা বুশ, হিলারি ক্লিনটন এবং লরা বুশের সাথে মিসেস ওবামার প্রতিকৃতিটি সম্ভবত তাঁর পূর্বসূরিদের সাথে হোয়াইট হাউজের নিচতলায় হলওয়েতে স্থাপন করা হবে।

কংগ্রেস প্রথম পেইন্টিংটি কিনেছিল, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের। এরপর অন্যান্য প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির প্রতিকৃতিগুলো প্রায়শই উপহার হিসাবে হোয়াইট হাউজে আসত।

XS
SM
MD
LG