অ্যাকসেসিবিলিটি লিংক

রানী এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বাকিংহাম প্যালেস


ব্রিটেনের রানী এলিজাবেথ নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে গ্রহণ করার আগে ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। ৬ সেপ্টেম্বর , ২০২২, বালমোরাল ক্যাসল, স্কটল্যান্ডে।

বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার হাসপাতালে মূল্যায়নের পর ৯৬ বছর বয়সী রানী এলিজাবেথের স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ রাজপরিবারের চিকিৎসকরা তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। এতে বলা হয়, তিনি স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাড়ি বালমোরাল দুর্গে "ভাল অবস্থায়" রয়েছেন।

রানী বুধবার, তার নিকটতম এবং সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একটি গ্রুপ, প্রিভি কাউন্সিলের সাথে একটি বৈঠক বাতিল করেছেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স চার্লস ও রাজপরিবারের অন্য সদস্যরা রানীর সঙ্গে থাকার জন্য বালমোরালে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার টুইটার অ্যাকাউন্ট থেকে বলেছেন, 'পুরো দেশ' এই খবরে 'গভীরভাবে উদ্বিগ্ন'। তিনি আরও বলেন, 'আমার ভাবনা এবং আমাদের যুক্তরাজ্যের মানুষের ভাবনা এই মুহূর্তে মহামান্য রানী ও তার পরিবারের সঙ্গে রয়েছে।”

এই অনুষ্ঠানের জন্য লন্ডন যাওয়ার পরিবর্তে রানী ,মঙ্গলবার, বালমোরালে ট্রাসকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। ৭০ বছরের শাসনামলে রানী সাধারণত বাকিংহাম প্যালেসেই তার নতুন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে প্রাপ্ত।

XS
SM
MD
LG