অ্যাকসেসিবিলিটি লিংক

মারা গেলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ


ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাণী এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। তিনি ৭০ বছর ধরে সিংহাসনে আসীন ছিলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস ঘোষণা করেছে যে রাণী স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যেখানে তার স্বাস্থ্য খারাপ হওয়ার খবর পেয়ে রাজপরিবারের সদস্যরা তার পাশে ছুটে আসেন।

রাণীর মৃত্যুর পর ৭৩ বছর বয়সী ছেলে প্রিন্স চার্লস নিয়মমত রাজা হবেন যদিও রাজ্যাভিষেক আগামী কয়েক মাসের মধ্যে নাও হতে পারে। তিনি নিজেকে রাজা তৃতীয় চার্লস বা অন্য কোন নামে ডাকবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উইনস্টন চার্চিল থেকে শুরু করে তার রাজত্বকালে ১৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তিনি কাজ করেছেন, রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকার আধুনিক রাজকীয় ঐতিহ্য অনুসরণ করে রানী শ্রমিক দল ও রক্ষণশীল উভয় সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, অর্থনৈতিক উত্থান ও ক্ষয়ক্ষতি, উত্তর আয়ারল্যান্ডে কলহ, ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি এবং ব্রেক্সিটের পর তার দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন।

[বিস্তারিত খবর আরও পরে আসছে]

XS
SM
MD
LG