বাংলাদেশের নারয়ণগঞ্জে, বিএনপির কর্মসূচিতে নিহত যুবদল কর্মী শাওনকে রাইফেল দিয়ে গুলি করার অভিযোগে, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মাহফুজুর রহমান কনককে ডিবি বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। এর পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ডিবির পরিদর্শক ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঘটনার পরপরই এসআই কনককে ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে পরিদর্শক ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, “এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হয়েছে কি-না তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন।”
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে যুবদল কর্মী শাওন নিহত হন। আহত হন আরও ৫০ জন।