অ্যাকসেসিবিলিটি লিংক

কখনোই আমাদের পরমাণু অস্ত্র সমর্পণ করব না: কিম জং উন


দক্ষিণ কোরিয়ার সোওল-এ অবস্থিত সোওল রেলওয়ে স্টেশনে মানুষজন টিভির পর্দায় এক সংবাদ অনুষ্ঠান দেখছেন; যাতে উত্তর কোরিয়ার নেতার ফাইল ফুটেজ ব্যবহার করে একটি প্রতিবেদন প্রচার করা হচ্ছে। ৯ সেপ্টেম্বর ২০২২।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার অঙ্গীকার করেন যে, তার দেশ কখনোই তাদের পারমাণবিক অস্ত্রসম্ভার সমর্পণ করবে না; বা সেগুলোকে আলোচনায় দেনদরবারের গুঁটি হিসেবে ব্যবহার করবে না। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে নেওয়া কিমের কঠোর অবস্থানের এটা সর্বসাম্প্রতিক নিদর্শন।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রসম্ভারের বর্তমান অবস্থাকে ধরে রাখার লক্ষ্যে, দেশটির সর্বোচ্চ আইনসভা, দ্য সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলি, এর আগে এই সপ্তাহে একটি আইন পাস করেছে। সরকার পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার এ কথা জানিয়েছে।

কেসিএনএ’র তথ্যমতে, বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে কিম বলেন যে, উত্তর কোরিয়া “কখনোই পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করবে না, কোন নিরস্ত্রীকরণে যাবে না, কোন আলোচনা বা দেনদরবারেও অংশ নেবে না।”

কিম অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র সমর্পণের জন্য চাপ প্রয়োগ করে, তার সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে। এমন নীতি ব্যর্থ হতে বাধ্য বলে উল্লেখ করেন কিম।

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক আলোচনা থেকে ২০১৯ সালে উত্তর কোরিয়া সরে আসে। এরপর থেকে তারা আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে। এ বছর দেশটি বেশ কয়েকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, উত্তর কোরিয়া তাদের সপ্তম পারমাণবিক বিস্ফোরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবারে পাস হওয়া নতুন আইন অনুযায়ী, “শত্রু বাহিনী” দ্বারা আক্রান্ত হলে, উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে পরমাণু হামলার মাধ্যমে তার জবাব দেবে।

আইনে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে কোন পরিস্থিতিতে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে। এর মধ্যে রয়েছে, দেশটির নেতৃত্বের ওপর হামলা হলে, তাদের কৌশলগত পরমাণু স্থাপনার ওপর হামলা হলে এবং দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরমাণু অস্ত্রের ব্যবহার করা যাবে।

আইনটিতে বলা হয়েছে যে, পরমাণু অস্ত্র সর্বশেষ পন্থা হিসেবে ব্যবহৃত হবে। তবে, এই আইনে, পরমাণু অস্ত্রকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য অপরিহার্য হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

XS
SM
MD
LG