অ্যাকসেসিবিলিটি লিংক

ছবিতে রাজা তৃতীয় চার্লস

প্রিন্স চার্লস তার সারা জীবন ধরে মুকুট পরার প্রস্তুতি নিয়েছেন। এখন, ৭৩ বছর বয়সে, সেই মুহূর্তটি এসেছে।

চার্লস ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তার মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বৃহস্পতিবার তৃতীয় চার্লস রাজা হন। তার রাজ্যাভিষেকের কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

শৈশবে শুরু হওয়া শিক্ষানবিশের পরে, চার্লস ব্রিটিশ রাজতন্ত্রের আধুনিকীকরণকে মূর্ত করে তোলেন। তিনিই প্রথম উত্তরাধিকারী যিনি বাড়িতে বসে শিক্ষিত হননি, তিনিই হচ্ছেন প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন এবং রাজপরিবারের প্রতি শ্রদ্ধা ম্লান হয়ে যাওয়ায় মিডিয়ার নিরন্তর কড়া নজরে বেড়ে ওঠেছেন।

অনেকের প্রিয় রাজকুমারী ডায়ানার সাথে তার আলোচিত বিবাহবিচ্ছেদের মাধ্যমে তিনি অনেক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন । এবং রাজপরিবারের সদস্যদের জনসাধারণের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করেন। আবার পরিবেশ সুরক্ষা এবং স্থাপত্য সংরক্ষণের মতো বিষয় নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন।

ইতিহাসবিদ এড ওয়েনস বলেন, "তিনি এখন নিজেকে খুঁজে পেয়েছেন, এ যেনো তার জীবনের শরৎকাল, তিনি কীভাবে একজন পাবলিক ফিগার হিসেবে তার ইমেজ তুলে ধরবেন সে সম্পর্কে তার সাবধানে চিন্তা করতে হবে। তিনি তার মায়ের জনপ্রিয়তার কাছাকাছিও নন।”

ওয়েন্স বলেন, চার্লসকে অবশ্যই "জনসাধারণের সমর্থন, ভালোবাসার অনুভূতি" তৈরি করতে হবে যা ব্রিটিশ জনসাধারণের সাথে রাণীর সম্পর্ককে চিহ্নিত করেছিল ।

অন্য কথায়, চার্লস কি তার প্রজাদের কাছে প্রিয় হবেন? এটি এমন একটি প্রশ্ন যা তার পুরো জীবনে ছায়াপাত করেছে।


আরও লোড করুন

XS
SM
MD
LG