অ্যাকসেসিবিলিটি লিংক

আবেদন করলে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী আনিসুল হক


বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া
বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া

খালেদা জিয়ার স্বজনরা আবেদন করলেই, নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপার্সন এর মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচার কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সরকারের নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “তাদের আবেদনের অপেক্ষায় আছি। আবেদন করলে অবশ্যই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে।”

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার ২০২০ সালের ২৫ মার্চ তারিখে এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার কারাবাস ছয় মাসের জন্য স্থগিত করে। দুর্নীতির দুটি মামলায়, কয়েকবার শর্তসাপেক্ষে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়, বিশেষ আদালতে পাঁচ বছরের কারাদণ্ডের পর, খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর থেকে, গুলশানের বাসায় অবস্থান করছেন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন।

XS
SM
MD
LG